নিজস্ব প্রতিবেদক:
সড়কে অবৈধ ঝুলন্ত ক্যাবল বিচ্ছিন্নকরণ করার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) গুলশান-২ এর প্রধান সড়কে অবৈধ ঝুলন্ত ক্যাবল অপারেটর ও ইন্টারনেটের তার বিচ্ছিন্নকরণ করা হয়।
উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক ১০ বছর আগে লাইসেন্স নিয়েও সড়ক থেকে তার অপসারণ করেনি।
মেয়র বলেন, কোয়াব, এমটিটিএন, বিটিআরসি একে অপরকে দোষ দেন। একাধিকবার মিটিং করার পর তাদের দিয়েই এসব তার বিচ্ছিন্ন করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে ঢাকা শহরে আর ঝুলন্ত তার থাকবে না। তবে, প্রথমে প্রধান সড়ক থেকে অবৈধ তার সরানো হবে।
এসময় কোয়াবের সভাপতি এস এম আনোয়ার পারভেজ জানান, সাময়িকভাবে দুর্ভোগে পড়বেন টেলিভিশন গ্রাহকরা। এছাড়া করোনার কারণে, অনলাইনে শিক্ষা ছাড়াও অফিসের কাজ করায় কিছুটা সমস্যা হবে।