নিজস্ব প্রতিবেদক:
বৃহস্প্রতিবার বিকেলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সাকিব আল হাসান। আজ হাতে পেয়েছেন করোনা পরীক্ষার ফল। করোনায় পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে সাকিবের। সাকিবের পরিবার সূত্রে জানা যায় সাকিবের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এর আগে দীর্ঘ পাঁচ মাস পর বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ২টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরেছেন। অনেকটা গোপনীয়তা রক্ষা করে ওইদিন শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানীর বাসায় গেছেন সাকিব। গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে সাকিবের।