নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন সালেহ মোহাম্মদ তানভীর। সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩০ তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
২০১৬ সালে এ্যডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদেন সিএমপি তে। এরপর কম্যান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন পটিসি,টাঙ্গাইলে। ২০১৯ সালে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে যোগদেন ঢাকা রেঞ্জ কার্যালয়ে। ১২ ডিসেম্বর ২০১৯ সালে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন ডিএমপি’তে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন হয় ১৮তম বিসিএস’র উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার।